দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি বর্ধিত সভাস্থলের রাস্তা উপর কে বা কারা সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ রেখে দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।

এদিকে আ. লীগের সমাবেশের পাশেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের পাল্টা কর্মসূচি রয়েছে। ওই সমাবেশ ও কর্মসুচিকে কেন্দ্র করে আজিমপুরের মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সকালে মেয়র সাঈদ খোকনের সমর্থকরা আজিমপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে সমাবেশ স্থলে আসতে চাইলে লাঠি-সোটা নিয়ে অপর পক্ষ ধাওয় দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।

জানা গেছে, আ. লীগের সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোটেক কামরুল ইসলামের উপস্থিত থাকার কথা। তবে সকাল থেকেই নেতাকর্মীরা এসে ওই কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ময়লার বড় স্তুপ দেখতে পান।

ধারণা করা হচ্ছে, ৩-৪ গাড়ি ময়লা এই রাস্তায় ফেলা হয়েছে। পরে দক্ষিণের নেতাকর্মীরা ময়লার স্তুপ কিছুটা সরিয়ে ওই কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন।

তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও দক্ষিণের মেয়র সাঈদ খোকনের দ্বন্দ্বের কারণেই সিটি কর্পোরেশনের ময়লা এভাবে ফেলা হয়েছে। এজন্য তাদের অভিযোগ সাঈদ খোকনের দিকে।

এ বিষয়ে শাহে আলম মুরাদ গণমাধ্যমকে জানান, আপনারা যেমন দেখছেন, আমরাও তাই দেখছি। ময়লা ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সিটি কর্পোরেশনের কাজ কারবার। যার ওয়ার্ড সে বলতে পারবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)