দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সদস্য পরিচয়ে ছিনতাই করার সময় এক ব্যক্তি ধরা পড়েছেন। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা এক লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে এ ঘটনা ঘটে।

আটক করা ব্যক্তি নিজেকে বাবুল খান নামে পরিচয় দিয়েছেন। তার বাড়ি ঝিনাইদহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মো. উজ্জ্বল নামের এক ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে রিকশায় করে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন। জহুরুল হক হলের সামনে বাবুল খানসহ তিনজন তার পথ রোধ করেন। তাদের নিজেদের ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে ওই ব্যবসায়ার কাছ থেকে টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের সবার সহযোগিতায় ছিনতাইকারীদের একজনকে ধরে ফেলে। তার কাছ থেকে এক লাখ টাকা পাওয়া যায়।

পরে শাহবাগ থানায় খবর দিলে পুলিশ এসে বাবুলকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)