নাটোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় ইট বোঝাই ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা স্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীর পরিচয় জানা গেছে। তারা হলেন- স্থানীয় ডাল সড়ক এলাকার কালু প্রামাণিকের ছেলে শরিফ আহমেদ ও তার স্ত্রী রেশমা বেগম (২২)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৬, ২০১৭)
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।