দ্য রিপোর্টে প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে শুক্রবার প্রথম ম্যাচে জয় পেয়েছে রাজশাহী কিংস।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন সিলেট সিক্সার্সকে ৭ উইকেট হারিয়েছে রাজশাহী।

রাজশাহীর এই জয়ের নায়ক মিডল অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান। ম্যাচ সেরার পুরস্কার জেতা জাকির ২৬ বলে হার না মানা ৫১ রান করে দলকে সহজ জয় পেতে সাহায্য করেছেন। তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

অবশ্য দলের জয়ে এদিন ব্যাট হাতে অবদান রেখেছেন ওপেনার মুমিনুল হক ও রনি তালুকদার এবং মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমও।

মুমিনুল ৩৬ বলে ৪২, রনি ২২ বলে ২৪ এবং মুশফিক ২০ বলে অপরাজিত ২৫ রান করেছেন।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করে রাজশাহীকে ১৪৭ রানের টার্গেট দেয় সিলেট।

টস জিতে সিলেট সিক্সার্সকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে সিলেট।

সিলেটের পক্ষে সাব্বির রহমান ২৬ বলে ৪১, শ্রীলংকার দানুষ্কা গুনাথিলাকা ৪০ ও ইংল্যান্ডের টিম ব্রেসনান ১৭ বলে অপরাজিত ২৯ রান করেন।

রাজশাহীর ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় কেসরিক উইলিয়ামস ৩২ রানে ২ উইকেট নেন। এ ছাড়া মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, জেমস ফ্রাঙ্কলিন ও সামিট প্যাটেল একটি করে উইকেট নেন।

এবারে আসরে ৫ ম্যাচে দুই জয়ে রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে সাত থেকে ছয়ে উঠে এলো। আর শীর্ষ দল ঢাকার চেয়ে দুই ম্যাচ বেশি খেলে সমান ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিলেট। আসরে সিলেট পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল সিলেট।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৭, ২০১৭)