সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় রফিকুল ইসলাম নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

শনিবাবর (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পারুলিয়া সেকাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক হেলপার রফিকুল ইসলাম সেকাই মোড়ে ট্রাক রেখে পাশ্ববর্তী পুকুরে যায় পানি আনতে। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন বলেন, ট্রাক চাপায় হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)