ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বেড়তোলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম রফিক মিয়া (২৮)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার শাহপুর গ্রামের সদর মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক মিয়া রাজশাহী থেকে মাছ বোঝাই করে একটি ট্রাক নিয়ে সিলেটে যাচ্ছিলেন। মহাসড়কের সরাইল উপজেলার বেড়তোলা এলাকায় পৌঁছালে রাত তিনটার দিকে পাঁচ-ছয়জন ডাকাত গাড়িটির গতিরোধ করে। রফিক মিয়ার বুকে ছুরিকাঘাত করে। এতে রফিক মিয়া ঘটনাস্থলেই মারা যান। আর চালক আশরাফুল ইসলাম (৩০) ও চালকের সহকারী শাহিন মিয়ার (৩৫) হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুল ইসলাম ও শাহিন মিয়াকে উদ্ধার করে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চালক পুলিশের জিম্মায়। চালকের সহকারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)