কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে দগ্ধ নারীশ্রমিকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার চাউলের মোকাম খাজানগরে খাজানগরে মন্ডল রাইচ মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ নারী শ্রমিক হাবি খাতুন (৫৫) মারা গেছেন।
রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গুরুত্বার আহত অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নেওয়ার পথে কুষ্টিয়ার খোকসা উপজেলা তিনি মারা যান। দগ্ধ শ্রমিকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরভবানিপুর গ্রামে।
স্থানীয় বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন মন্ডল জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় দাউদ মন্ডল রাইস মিলে ক্ষুদ্র বয়লারে ধান সিদ্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় নারী শ্রমিক সাবিয়া খাতুন অগ্নীদদ্ধ হয়ে আহত হলে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে আহত শ্রমিক সাবিয়াকে ঢাকা রেফার্ড করলে রাত সাড়ে ১০টার দিকে পথেমধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাছে গিয়ে মারা যায়।
এর আগে রবিবার সন্ধ্যার কিছু পূর্বে দিকে হবি খাতুন মন্ডল রাইচ মিলের ধান চাতালের বয়লারে কাজ করছিলো। এসময় হঠাৎ বিকট শব্দ করে বয়লারটির বিস্ফোরণ ঘটলে হাবি খাতুন বয়লারের গরম পানিতে ঝলসে যায়। শরীরের অধিকাংশ ঝলসে যাওয়া হাবিকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাবি খাতুনের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখানে বার্ণ ইউনিট না থাকায় বেশি দগ্ধ রোগীদের সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার সুযোগ কম। সেক্ষেত্রে প্রয়োজনে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৭ )