কারণ ছাড়াই বাড়ছে আইসিবি ইসলামী ব্যাংকের দর
দ্য রিপোর্ট ডেস্ক : কারণ ছাড়াই শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিডএসই। নোটিশের জবাবে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।
উল্লেখ্য, গত চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা থেকে বেড়ে ৬.১০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ২০ শতাংশ বেড়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৭ )