রাজধানীতে যুবককে গুলি করে ল্যাপটপ-মোবইল ছিনতাই
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে মুশফিকুর রহমান সায়েম (৩২) নামে একব্যক্তি আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার (২০ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য গুলিবিদ্ধ সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস শেষে রাতে হাজারীবাগের বাসায় ফিরছিলেন তিনি। হাজারীবাগের ফজিলাতুন্নেসা স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে চাইলে তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহীন নামে তার এক আত্মীয় রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)