দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৩৫ কার্টন সিগারেট জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সিগারেট বহনকারী যাত্রীরা হলেন- চট্টগ্রামের মোহাম্মদ লোকমান (৩৩) ও চাঁদপুরের বিল্লাহ হোসেন (৩৭)।

সাইদুল ইসলাম বলেন, প্রিভেন্টিভ দল সোমবার (২০ নভেম্বর) রাতে জেদ্দা থেকে এসভি ৮০২ একটি ফ্লাইটে করে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬৩৬ কার্টন ইজি অ্যান্ড বেনসন সিগারেট জব্দ করে। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ হওয়া সিগারেটের বিষয়ে শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)