দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর মুবি’র একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে সংবাদ দিয়েছে বিবিসিসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসি জানায়, আদামাওয়া রাজ্যের মুবি শহরে মঙ্গলবার ফজরের নামাজ পড়তে বহু মানুষ মসজিদে জড় হয়েছিল। ওই ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলা হয়।

হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

ধারণা করা হচ্ছে হামলাকারী নামাজ পড়ার কৌশলে মসজিদে বোম নিয়ে প্রবেশের পর ওই হামলা চালায়।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির ইসলামপন্থি জঙ্গি দল বোকো হারাম প্রায়ই এ ধরনের হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুবক্কর বলেছেন, ‘মসজিদে আমাদের মধ্যে কেউ একজনের কাছে এই বোমা ছিলো। হামলাকারী আমাদের ভেতরে থাকা কেউ একজন হবে।’

গত ৮ বছরে বোকো হারাম কমপক্ষে ২০ হাজার মানুষকে হত্যা করছে।

সম্প্রতি নাইজেরিয়ার বোকো হারাম নিয়ন্ত্রিত এলাকাগুলো নাইজেরিয়ান সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিলে তারা আত্মঘাতী বোমা হামলার পথ বেছে নেয়।

গত ডিসেম্বরের একই এলাকায় বোমা হামলায় নিহত হয় ৪৫ জন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২১, ২০১৭)