দক্ষিণ বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বহুলত আবাসিক ভবনের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
বুধবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে সকাল ৭টা ২০মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খিলগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. ওয়াজেদ দ্য রিপোর্টকে জানান, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১১ নম্বর সড়কে একটি বহুতল আবাসিক ভবনের ৫ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসাটি বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য ফিটিংসের কাজে ব্যবহার হতো। সকাল পৌনে ৯টার দিকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২২, ২০১৭)