যুদ্ধাপরাধের দায়ে বসনিয়ান কমান্ডার ম্লাদিচর যাবজ্জীবন
দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক য়ুগোশ্লাবিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসনিয়ান সার্ব বাহিনীর প্রাক্তন সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর- বিবিসির।
ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাকে এদিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
ট্রাইব্যুনাল বলেছে, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে স্রেব্রেনিৎসায় সামরিক সংঘাতের সময় হাজার হাজার বসনিয়ান মুসলিমের গণহত্যা সংঘটিত করতে চেয়েছিলেন রাতকো ম্লাদিচ।
সারায়েভোতে বোমাবর্ষণের ক্ষেত্রেও রাতকো ম্লাদিচ ব্যক্তিগতভাবে সেই বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে চেম্বার প্রমাণ পেয়েছে।
এই রায় পড়া শুরু হওয়ার আগে মি ম্লাদিচকে অবশ্য আদালতকক্ষ থেকে বের করে নিয়ে যেতে হয়।
নিজের উচ্চ রক্তচাপের যুক্তি দিয়ে রাতকো ম্লাদিচ আদালতের শুনানি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছিলেন, কিন্তু সেই প্রতিবাদে ট্রাইব্যুনাল কান দেয়নি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৩, ২০১৭)