‘২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত’
দ্য রিপোর্ট প্রতিবেদক : পারমাণবিক ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাভার সেনানিবাসে আয়োজিত সিএমপি কোরের সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক মজবুত। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যাতে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলারও সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
তিনি বলেন, মিয়ানমার থেকে ৬-৭ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের সহযোগিতায় আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে।
এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। রোহিঙ্গা সংকটে সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৩, ২০১৭)