মাইক্রোবাসের ধাক্কায় ৩ ‘বন্ধু’ নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা তিনজন বন্ধু ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু মিয়ার পুত্র মন্নান মিয়া (২০), একই উপজেলার ভাটি শৈলজুরা গ্রামের জলিল মিয়ার পুত্র সোহেল মিয়া (২৩) ও পুরাসুন্দা গ্রামের নানু মিয়া তালুকদারের পুত্র ময়না মিয়া তালুকদার মুন্না (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যায় মোটরসাইকেলে করে তিনবন্ধু রাজাকপুর গ্রামে বিয়েতে থেকে ফিরছিলেন। এ সময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুত্বর আহত অবস্থায় ময়না মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৩, ২০১৭)