বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের চিতলমারী উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির অর্ধশত অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে থানা গেটে দাঁড়িয়ে বন্দি পাখিগুলো অবমুক্ত করা হয়।

 

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়ুয়াবর্ণী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় পাখিগুলো উদ্ধার করা হয়েছিল। 

চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, বুধবার রাতে থানার চিতলমারী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অতিথি পাখি শিকার ও বিক্রয় রোধে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় অর্ধশতাধিক অতিথি পাখি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে থানার গেটে দাঁড়িয়ে উদ্ধারকৃত পাখিগুলো সর্বসম্মুখে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর শীতের শুরুতে এ উপজেলার বিভিন্ন বিল এলকায় অতিথি পাখির আনাগোনা বেড়ে যায়। এ সুযোগে এক শ্রেণির অসাধু পাখি শিকারী জাল ও ফাঁদ দিয়ে পাখি শিকারের পর বাজারে বিক্রি করে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৩, ২০১৭)