আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে : কাদের
গাজীপুর প্রতিনিধি : আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে বলে মনে করছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বড় দল হিসেবে নির্বাচনে এলে বিএনপি কত আসন পাবে, সেটি আমি জানি না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।’
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রশস্তকরণের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ‘বিএনপির এমন কোনো কাজ বা কাজের কোনো নিদর্শন নেই, যে জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দিতে পারে।’
সেতুমন্ত্রী বলেছেন, ‘রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩টি দেশের মধ্যে সৎ রাজনীতিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয়। সততা, দক্ষতায় যিনি বিশ্বস্বীকৃত, তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করব।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)