ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঘভান্ডার সীমান্তের মানিককাজী গ্রামের এলাকার একটি বিল থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি কোচবিহার জেলার দিনহাটা থানার কালামাটি গ্রামের আব্দুর আজিজ মৌলভীর ছেলে সাইফুর (৫০) বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে মানিককাজি গ্রামের একদল কৃষক ঐ সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৫৪ পাশে একটি বিলে ধান কাটতে যায়। এ সময় বিলের পানিতে একটি লাশ পড়ে থাকতে দেখে বাগভান্ডার বিজিবি ক্যাম্প ও ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয় তারা। পরে বিজিবি’র সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে স্থানীয়দের সহায়তায় লাশটি ভারতীয় নাগরিক বলে শনাক্ত করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস কুমার পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং বিজিবি’র মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বিষয়টি অবহিত করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)