হাসুয়ার কোপে কুষ্টিয়ায় যুবক খুন
কুষ্টিয়া প্রতিনিধি, দ্য রিপোর্ট
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় জুয়েল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ধানের মলন মলাকে (গাছ থেকে ধান ছাড়ানোর আঞ্চলিক প্রক্রিয়া) কাজকে কেন্দ্র করে নিহত যুবক জুয়েল ও হামলাকারী মজনু’র (৩৫) মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে মজনু ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া (দেশী ধারালো অস্ত্র) দিয়ে জুয়েলের গলায় আঘাত করে। এতে জুয়েল গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নেয়। কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষনা করেন। জুয়েল নিহত হওয়ার খবর শুনে তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ঘাতক মজনুর ছেলে রাকিবকে (১২) পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে তার অবস্থাও আশংকা জনক বলে জানাগেছে। নিহত জুয়েল মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কায়মদ্দিনের ছেলে। অভিযুক্ত মজনুর বাড়িও একই এলাকায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত মজনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। নিহত জুয়েলের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।