রোহিঙ্গা ফেরতে ভূমিকা রাখুন, কূটনীতিকদের প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : রোহিঙ্গাদের যাতে দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানো যায় সে বিষয়ে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
‘মানুষ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক ৩ দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৫৮ দেশে থাকা বাংলাদেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন।
কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের সাফল্য তুলে ধরুন। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়- আমাদের এই নীতিতে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। কিভাবে দেশে আরো বিনিয়োগ বাড়ানো যায় তাও দেখতে হবে।
প্রবাসী বাঙালিদের সমস্যা সমাধানে তৎপর হওয়ার জন্য কূটনীতিকদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিদেশে প্রচুর বাংলাদেশি রয়েছেন। যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। ওইসব প্রবাসীর সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৭)