বিক্ষোভের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ
দ্য রিপোর্ট ডেস্ক : ধর্ম অবমাননার অভিযোগে কট্টরপন্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার (২৭ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগ তোলে কট্টর ইসলামপন্থী সংগঠন তেহরিক-ই-লাবাইক। এর পরিপ্রেক্ষিতে তাঁর অপসারণও দাবি করে তারা। এ দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা ৮ নভেম্বর থেকে ইসলামাবাদের মূল প্রবেশদ্বার ফয়জাবাদে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।
নির্বাচনী আইন সংশোধনের সময় জনপ্রতিনিধিদের শপথের একটি অংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্লেখ বাদ পড়ার পর ধর্মীয় অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে কট্টরপন্থিরা। টানা দুই সপ্তাহ ধরে অবস্থান ধর্মঘটের কারণে রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি কার্যত অচল হয়ে পড়ে। তাদের সরাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিলে শনিবার সংঘর্ষ বাধে। এতে নিহত হন ছয়জন।
রবিবার রাতে পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে সরকার আলোচনায় বসে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি আইনমন্ত্রীর পদত্যাগের বিষয়টি ওই বৈঠকে মেনে নেয় সরকার।
পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, ‘সংকট নিরসনে প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহিদ।’
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৭)