দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বেসরকারি খাতের দ্য ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণে নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ফারমার্স ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে এ চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এমডিকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অপসারণের নোটিশে দুটি কারণের কথা বলা হয়েছে। প্রথমত, ওই ব্যাংকে তারল্য ব্যবস্থাপনা করতে এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মেনে ব্যাংকটি ঋণ বিতরণ করেই চলছে। এ কারণেই তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে ফারমার্স ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৭)