রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীর শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতলীর গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে বোমার বিস্ফোরণ হয়েছে। এতে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়।

এদিকে সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর পর তারা জঙ্গি আস্তানায় অভিযান চালাবে।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে জঙ্গিরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চর আলাতলীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‌্যাব। পরে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য র‍্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু জঙ্গিরা ওই বাড়ি ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাড়িটিতে আগুন ধরে যায়।

রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, বাড়ির মালিকের নাম রাশিকুল (৪০)। তার বাবার নাম আতাউর রহমান পাক্কু।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৭)