রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনী নগর কালিতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আব্বাস সরদার পাবনা জেলার সুজানগর থানার কামার হাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, চরমপন্থী নেতা আব্বাস তার সহযোগীদের সাথে বেনী নগর কালিতলা এলাকায় বৈঠক করছেন- এমন খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আব্বাসের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আব্বাস গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, নিহত আব্বাস চরমপন্থী দলের নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৭)