অবশেষে সুচির সম্মান প্রত্যাহার করল অক্সফোর্ড
দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেওয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে। খবর- বিবিসির।
অক্টোবরে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে মিজ সুচি আর 'ফ্রিডম অব দি সিটি' নামের ওই পুরস্কারের যোগ্য নন।
অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন।
মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারণে কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন।দেশটিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময়ে বছরের পর বছর মিজ সুচি গৃহবন্দী ছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে তাকে।
কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের উপর যে ভাবে নির্যাতন হয়েছে তাতে করে মিজ সুচির ভূমিকায় হতবাক হয়েছেন বিশ্বের অনেক নেতারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে এই নির্যাতনের।এদিকে সেন্ট হাগ'স কলেজ যেখানে মিজ সুচি পড়াশোনা করেছিলেন সেখান থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৭)