সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চালক ইমান আলি (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাতে সদরের আলিপুর নাথপাড়া বড়পুকুর কান্দায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আলিপুর ইউনিয়নের মৃত ঝিনু সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ইমান আলি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে তার লাশ বাড়ির পাশে একটি পুকুরে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহতের মাথায় ও শরীরের একাধিক স্থানে কোপের দাগ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৭)