পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে একটি কাঁচামালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বসাক বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী এলাকার ফারুক হাওলাদার (৪০) ও আলমগীর হাওলাদার (৩৫)।

স্থানীয়রা জানিয়েছে, ঝিনাইদাহ থেকে কাঁচা সবজি নিয়ে ট্রাকটি বরগুনার আমতলী এলাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়লে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।

পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, টুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের দুইজন নিহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৭)