ঠাকুরগাঁওয়ে বাস উল্টে হেলপার নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে বাদশা মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের হেলপার ছিলেন। এ দুর্ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।
নিহত বাদশা ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়াডের্র মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল ৪টায় পীরগঞ্জ থেকে ‘মা এন্টারপ্রাইজ’নামের যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। পড়ে শিবগঞ্জ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার বাদশা মারা যান। এ সময় কমপক্ষে ১২ যাত্রী আহত হন। পরে আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই দুর্ঘটনায় হতাহতের সংবাদ নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৮, ২০১৭)