বেনাপোলে ১০ স্বর্ণবারসহ আটক ২
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে ১০টি সোনার বারসহ ইলিয়াস আহমেদ (৪১) ও মহসিন খান (৩৬) নামে দুইজন আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় টি.টি চেকিং পয়েন্টে তাদেরকে আটক করা হয়।
ইলিয়াস আহমেদ শরিয়তপুর জেলার জাজিরা থানার নওডুবা গ্রামের ইব্রাহিম মাদবরের ছেলে। আর মহসিন খান গোপালগঞ্জ জেলা সদরের ঘোষের চর এলাকার জাহাঙ্গীর খানের ছেলে।
শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুইজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে ইলিয়াস ও মহসিন কাস্টমস, ইমিগ্রেশন ও টি.টি চেকিংয়ের কাজ শেষ করে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি রুমে নিয়ে তল্লাশি করে তাদের জামার কলার ও প্যান্টের কোমর বন্ধের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি করে মোট ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোনাসহ আটক ইলিয়াস ও মহসিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে ।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৭)