বরিশালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল চলছে
বরিশাল অফিস : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকা আধা বেলারা হরতাল চলছে বরিশালে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকেই নগরীর কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখাগেছে হরতাল সমর্থকদের। তবে বেলা বৃদ্ধির সাথে সাথে হরতালের প্রভাব কমে আসে।
সকাল থেকেই নগরীর জেলাখানার মোড়, কাকলী মোড়,সদর রোডে মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। এসব সড়কে যানবাহন চলাচল কমতি থাকলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস এবং লঞ্চ চলাচল করছে।
হরতালের কারণে নগরীতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সাথে পিকেটারদের বাকবিতণ্ডা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)