কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে রকি মণ্ডল (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় শহরতলির ত্রিমোহনী এলাকার হিসাব পারটেক্স কোম্পানির গেটে এ ঘটনা ঘটে।
নিহত রকি মণ্ডল ত্রিমোহনীর এইচএনএস প্রেশারকুকার কোম্পানির কর্মচারী এবং মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আনিস মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) শেখ ওবাইদুল্লাহ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রকি মণ্ডলের সঙ্গে একই কোম্পানিতে কর্মরত আসিক, নয়ন ও চন্দনের পূর্বশত্রুতা ছিল। গতকাল রাত সাড়ে ১০টায় কাজ শেষ করে রকি ও চন্দন পৃথক বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ত্রিমোহনীর হিসাব পারটেক্স কোম্পানির গেট এলাকায় দুজন বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় রকির বুকে ছুরিকাঘাত করা হয়। রকিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দন নামের একজনকে আটক করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)