‘ব্যান্ড ফেস্ট’ শুক্রবার, অংশ নিবে ১৬ দল
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ষোলটি ব্যান্ড দল নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হকে যাচ্ছে ‘৪র্থ ব্যান্ড ফেস্ট’।
সকাল ১০ টা ৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গনে বিভিন্ন ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে অনুষ্ঠানের দিনব্যাপী কার্যক্রম। ব্যান্ড দল মেট্রিক্যাল-এর পারফর্মেন্সের মধ্য দিয়ে শুরু হবে জমকালো এ উৎসব। সবার শেষে পারফর্ম করবে এলআরবি।
এছাড়াও এতে অংশ নেবে অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রং, সাসটেইন, হৈচৈসহ ১৬টি ব্যান্ড দল।
বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এসব তথ্য।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও এলআরবি ব্যান্ডদলের লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু।
শাইখ সিরাজ বলেছেন, ‘৩ বছরে ব্যান্ড ফেস্টের সফলতা উল্লেখ করার মতো অবস্থানে পৌঁছেছে। বিশ্বব্যাপী চ্যানেল আই-এর ৬ কোটি দর্শক উপভোগ করার সুযোগ পাচ্ছে দেশের ব্যান্ড সংগীত। ফলে ব্যান্ড সংগীতে মানুষের আগ্রহ বাড়ছে। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এটি এবার আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
আইয়ুব বাচ্চু বলেছেন, ‘কারো স্বপ্ন কোথাও পূরণ না হলেও সেটা চ্যানেল আই পূরণ করে, পৃথিবীজুড়ে চ্যানেল আই-এর ৬ কোটি দর্শক সেটি পূরণ করেন।’
জুমার নামাজের বিরতি ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।
(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ৩০, ২০১৭)