নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ নভেম্বর) শেষ রাতে উপজেলার দড়ি-হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেনে (৩০) উপজেলার বীরকান্দি গ্রামের বাসিন্দা।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শেষ রাত ৩টার দিকে ৮-১০ জনের একটি ডাকাতদল দড়ি-হাইরমারা গ্রামের জাকির মাওলানার বাড়িতে হানা দেয়। ডাকাতদল ঘরে প্রবেশ করেই পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা লুট করে নেয়। বাধা দিতে গেলে ডাকাতরা পরিবারের লোকজনকে মারপিট শুরু করে। এ সময় চিৎকার শুনে গ্রামের লোকজন বাড়িটি ঘেরাও করে ফেলে এবং ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় জাকিরকে ধরে উত্তেজিত গ্রামবাসী ব্যাপক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৭)