য‌শোর অফিস: যশোরে এবার সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক এনজিও কর্মকর্তা খুন হ‌য়ে‌ছেন।

শনিবার (২ ডি‌সেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপশহর সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

এর এক‌দিন আগে বাবু হো‌সেন র‌নি না‌মে এক যুবক‌কে ছু‌রিকাঘা‌তে খুন ক‌রে সন্ত্রাসীরা। আর গত ২৮ অক্টোবর খুন হন জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহসভাপ‌তি মনোয়ার ‌হো‌সেন ইমন।

নিহত গোলাম কুদ্দুস ওই এলাকার বাসিন্দা এবং প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা বলেন, উপশহর সি ব্লক এলাকায় এক এনজিও কর্মকর্তা খুনের ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। জড়িতদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম কুদ্দুস বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে দুটি হাত বোমা বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, গোলাম কুদ্দুসের মুখের বাম পাশে শর্টগান দিয়ে গুলি করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৭)