নাটোর প্রতিনিধি: নাটোরের সদর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

উপজেলার আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের বাড়ির সামনে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন একটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছাত্রলীগের কর্মীরা ফাঁকা গুলি ছুঁড়ে। পরে বিএনপি’র নেতা কর্মীরাও হামলা চালায়। এ সময় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অপরজনের নাম তাৎক্ষণিক জানাযায়নি।’

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৩, ২০১৭)