গাজীপুরে ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি: জেলার শ্রীপুর উপজেলায় নিয়ামত আলী (৩৫) নামে এক সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তার কাছে থাকা দশ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার গিলারচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজী মফিজউদ্দিন সিএনজি ফিলিং স্টেশনের সামনে রবিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নিয়ামত আলী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতেরকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।
ফিলিং স্টেশনের মালিক মো. তাজুল ইসলাম বলেন, সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার জন্য একটি ব্যাগে করে ১০ লাখ টাকা এবং আট লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকার দুটি পে-অর্ডার নিয়ে স্টেশনের সামনেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন নিয়ামত।
তিনি বলেন, এ সময় দুই ‘ছিনতাইকারী’ মোটরসাইকেলে এসে টাকার ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। এ সময় নিয়ামত চিৎকার করলে ছিনতাইকারীরা একটি চাপাতি দিয়ে তার ডান হাতে কোপ দিলে ব্যাগটি হাত থেকে পড়ে যায়। তারা ব্যাগটি তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তাজুল বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় এ.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়।
এ.কে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, নিয়ামতের ডান হাতের রগ কেটে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল রাশেদ জানান, শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৩, ২০১৭)