উজিরপুরে বাসচাপায় শিশু নিহত

বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় বাসচাপায় রোহান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
বরিশাল ঢাকা মহাসড়কে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোহান দক্ষিণ সানুহার গ্রামের তোতা হাওলাদারের ছেলে।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, নূরানী মাদ্রাসার ছাত্র রোহান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় বরিশাল থেকে কাঠালবাড়িগামি বিএমএফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি পালিয়ে যায়। তবে নিহতের স্বজনরা মামলা করলে মামলা নেওয়া হবে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/বিএস/এমএসআর/ডিসেম্বর ০৩, ২০১৭)