বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে সীমান্তের সাদিপুর মাঠ হতে ১ হাজার ১৪০ বোতল ফেনসিডিল এবং ২৮ কেজি গাঁজা মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (৩ ডিসেম্বর ) রাত ২টার দিকে ভারত থেকে পাচার হয়ে আসার পর সাদিপুর মাঠ হতে এ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মামুন জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা নিয়ে সাদিপুর মাঠে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ১৪০ বোতল ফেনসিডিল এবং ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল থানার একটি সাধারণ ডায়েরি করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৪, ২০১৭)