ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আনোয়ারকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ছিটচিলারং এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার গোবিন্দনগর মুন্সির হাট এলাকার আতাউর রহমান চৌধুরী ছেলে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ জানান, ছিটচিলারং এলাকায় সোমবার ভোরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি দীর্ঘ দিন মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএসআর/ডিসেম্বর ০৪, ২০১৭)