বেনাপোলে ১৭ স্বর্ণের বারসহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ১৭টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
কাস্টমসের টি টি চেকিং পয়েন্ট থেকে সোমবার সকাল ৭টার দিকে (৪ ডিসেম্বর) তাদের আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, তিনজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের টি টি চেকিংয়ের সময় ভারতে প্রবেশের কালে তাদেরকে আটক করা হয়। পরে তাদের জামার কলার ও প্যান্টের কোমর বন্ধের মধ্য থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়্।
বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, ১৭টি স্বর্ণের বারসহ তিনজন ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
(দ্যরিপোর্ট/এমএইচ/এমএসআর/ডিসেম্বর০৪,২০১৭)