সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়ায় চারজন, তালায় চারজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুইজন, পাটকেলঘাটা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, এদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএসআর/ডিসেম্বর ০৫, ২০১৭)