মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিকল্প বেইলি ব্রীজ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

উপজেলার রশুনিয়া ইউনিয়নে মঙ্গলবার ভোর ৪টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক মাল নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

উপ-বিভাগীয় প্রকৌশলী (কেরানীগঞ্জ) এস বি মো. সৈয়দ আলম জানান, এই ব্রীজটি নির্মাণ করা হয়েছিল হালকা যানবাহন চলাচল করার জন্য। কিন্তু ধারণ ক্ষমতার অধিক মাল বোঝায় করে ব্রীজটির উপর দিয়ে যাওয়ায় তা ভেঙে যায়। অতি শ্রীঘ্রই ট্রাকটি উদ্ধার করে বেইলি ব্রীজটি চলাচলের উপযোগী করা হবে। এ ছাড়া সিরাজদিখান জেলা শহরের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং টংগীবাড়ির সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, উপজেলার সকল বেইলী ব্রীজ সংষ্কার কাজ করা হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পাথর বোঝাই একটি ট্রাক ব্রীজটির উপর উঠলে তা ভেঙ্গে খালে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধারের কাজে সহায়তা করছে।

(দ্য রিপোর্ট/এমএস/এমএসআর/ডিসেম্বর ০৫, ২০১৭)