লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কমিউটার ট্রেনের একটি ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ডগ লাইনে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সকালের দিকে লালমনিরহাট রেল স্টেশনে লালমনিরহাট থেকে সান্তাহার গামি কমিউটার ট্রেনের ইঞ্জিন ডগ লাইন থেকে সরিয়ে ট্রেনের সঙ্গে সংযোগ দেওয়ার সময় ওই ইঞ্জিনের পাশে থাকা অপর একটি ইঞ্জিনের ধাক্কা লেগে আগুন ধরে যায়।

এ সময় লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই ইঞ্জিনের কি পরিমান ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানাযায়নি।

তিনি আরো জানান, তবে অপর একটি ইঞ্জিন নিয়ে সান্তাহার গামি ওই কমিউটার ট্রেনটি দেরিতে হলেও স্টেশন ত্যাগ করেছে। এছাড়া ইঞ্জিনটি মেরামতের প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/এইচএম/এমএসআর/ডিসেম্বর ০৫, ২০১৭)