কারাগারে বন্দি সাবেক হুইপ মশিউর হাসপাতালে
যশোর অফিস : দুর্নীতির দায়ে ১০ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ মশিউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব বলেছেন, ‘মঙ্গলবার সকালে মশিউর রহমানের বুকে অত্যন্ত ব্যথা শুরু হয়। তখন কারাগারের ডাক্তার তৌহিদুর রহমান তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এজন্য মশিউর রহমানকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।’
যশোর জেনারেল হাসাপতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেছেন, ‘মশিউর রহমানের পেশার অত্যন্ত বেড়ে গেছে। এ ছাড়া তার হার্টেও সমস্যা রয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে বলা হয়েছে। অবস্থা বেশি গুরুতর নয়।’
(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০৫, ২০১৭)