বরিশাল অফিস : বরিশাল নগরীতে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস নামক ওষুধ প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করেছে র‌্যাব। জব্দকৃত ওষুধ পোড়ানো হয় এবং ভ্রাম্যমান আদালতের বিচারক ৩ লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান কার্যক্রম বুধবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে শেষ হয়।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মো. রকিবুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপর থেকে মধ্যরাত অবধি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে অভিযান চালান তারা। এ সময় নিউসেফটিন আর, ইন্দোফেনাক, রেনিডিটিন,ইন্দোপ্রোক্সমিক্স, রিবোফ্লোবিন, ডাইফেনাক, মেট্রল নামক ওষুধ জব্দ করা হয়। এরমধ্যে ৬টি আইটেম রেজিস্ট্রেশন বিহীন এবং ২টি অনুমোদনবিহীন ওষুধ প্রস্তুত করে আসছে কোম্পানিটি। শতাধিক কার্টুন ভর্তি এই ওষুধ ড্রাগ সুপারভাইজার তানভির আহমেদ উপস্থিত হয়ে নিশ্চিত করেন উৎপাদিত ট্যাবলেট ও ক্যাপসুল অবৈধভাবে উৎপাদন করে আসছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ওষুধ উৎপাদনের দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হককে ৩ লাখ টাকা জরিমানা করেন। এরপর জব্দ করা ওষুধ পুড়িয়ে ফেলা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৭)