প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের কর্পোরেট উদ্যোক্তা রোকোনুর হোল্ডিংস লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই কর্পোরেট উদ্যোক্তা ৩৬ লাখ ৪৩ হাজার ৮০টি শেয়ার কিনবে। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, আমিরুল হক রোকোনুর হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রিমিয়ার মিলসের উদ্যোক্তা পরিচালক।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৭)