মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান আজাদ মসজিদে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের কুলখানি বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কুলখানি।
কুলখানিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, একেএম রহমতুল্লাহ এমপি, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ উপস্থিত ছিলেন।
কুলখানিতে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ও ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকও উপস্থিত ছিলেন।
গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আনিসুল হক। পরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০৬, ২০১৭)