রাজশাহীতে জামায়াতের ১২ নারীকর্মী আটক
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মতিহার থানার বেলঘড়িয়া এলাকায় গোপন বৈঠক করার সময় জিহাদি বইপত্রসহ জামায়াতে ইসলামীর ১২ নারীকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেলঘরিয়া এলাকার মীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে কিছু সংখ্যক নারী গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে অভিযান চালান।
তিনি জানান, এ সময় জামায়াতে ইসলামীর মহানগর শাখার ১২ নারী নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীসহ তাদের সংগঠনের বিভিন্ন লেখকের জিহাদি বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।
ওসি আরো জানান, আটকের পর জামায়াতের নারীকর্মীদের মতিহার থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৭, ২০১৭)