যশোর অফিস: যশোরে গাছ থেকে পড়ে ফিরোজ হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপশহর সাত নম্বর সেক্টরে বৃস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ ওই এলাকার মৃত আরব আলীর ছেলে।

ফিরোজের ছেলে সোহেল হাসান জানান, বাড়ির সামনে মেহগনি গাছের ডাল কাটতে ওঠেন তার বাবা। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, 'হাসপাতালে আনার আগেই ফিরোজের মৃত্যু হয়েছে। গাছ থেকে পাকা রাস্তার উপরে পড়ার কারণে ফিরোজের ফুসফুসে প্রচণ্ড আঘাত লাগে। এ কারণে তার মৃত্যু হয়।'
(দ্য রিপোর্ট/ডিএম/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৭)