বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দরে পাচারের সময়ে চার কেজি ২শ’ ৮০ গ্রাম স্বর্ণসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল বন্দরের ছোট আচড়া মোড় থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পুটখালী সিমান্তের রিজাউল হকের ছেলে বিল্লাল হোসেন ও একই এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন।

যশোর ৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, শুক্রবার সকালে ছোট আচড়া এলাকায় অভিযান চালিয়ে দু’পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশী করে ২৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের ওজন ৪কেজি ২শ’ ৮০ গ্রাম। উদ্ধারকরা এসব স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৬৭ লাখ টাকা। স্বর্ণ পাচারের দায়ে আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএসআর/ডিসেম্বর ০৮, ২০১৭)